ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি বৃহস্পতিবার জানিয়েছে, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলে তেল কোম্পানি সৌদি আরামকো, নাজরান বিমানবন্দর ও নাজরানের বিভিন্ন জায়গাকে লক্ষ্য করে ১২টি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর রয়টার্সের।
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা সৌদি আরবের দিকে নিক্ষেপ করা আটটি ড্রোন ও তিনটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।