দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ফুটে উঠছে। মিসবাহ-উল-হকের কণ্ঠের জোরও তাই বাড়তে শুরু করেছে। পাকিস্তানের প্রধান কোচের মতে, সমালোচকরা কেবল নিজেদের সময়ই নষ্ট করছে। তাদের নিয়ে এতটুকুও ভাবনা নেই তার।
পাকিস্তানের কোচ হিসেবে পথচলার শুরু থেকেই মিসবাহর সঙ্গী প্রবল সমালোচনা। সেসময় একই সঙ্গে প্রধান নির্বাচকও ছিলেন তিনি। দলের পারফরম্যান্স ভালো ছিল না। সমালোচনার মুখেই নির্বাচকের দায়িত্ব ছাড়েন তিনি। দল ধারাবাহিক না হওয়ায় কোচ হিসেবে তাকে শুলে চড়ানো হচ্ছিল নিয়মিতই।