ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি কৌশলগত মেরুকরণের লক্ষণ দেখা যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের এত দিনের বৈরিতা আরও গভীর হচ্ছে। দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা ভবিষ্যতে আরও বাড়বে। এটাও লক্ষণীয় যে যুক্তরাষ্ট্র একা চীনের বিরুদ্ধে লড়াই করতে চাইছে না। দেশটি তাদের মিত্রদের সঙ্গে নিয়ে নতুন একটা উদ্যোগের মাধ্যমে চীনকে রুখে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
আমরা সবাই জানি যে এ অঞ্চলে চীনের শক্তি বাড়ছে। দেশটি নতুন প্রভাববলয় সৃষ্টিতে সচেষ্ট রয়েছে। চীন যাতে এ ক্ষেত্রে সফল না হয়, সে জন্য যুক্তরাষ্ট্রকে তার মিত্র জাপান, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে এগোতে দেখছি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ভারতসহ চারটি দেশের অনানুষ্ঠানিক নিরাপত্তা সংলাপ বা কোয়াডের যাত্রা ২০০৭ সালে হলেও মাঝে এটি স্তিমিত হয়ে পড়েছিল। এ বছরের মার্চে কোয়াডের শীর্ষ নেতাদের ভার্চ্যুয়াল সম্মেলনের মধ্য দিয়ে এটি শুধু পুনরুজ্জীবিতই নয়, এই জোট কর্মপরিধি বাড়ানোর কর্মপরিকল্পনা নিয়েছে। শীর্ষ সম্মেলনের শেষে প্রচারিত যৌথ বিবৃতিতে এ অঞ্চলের অন্যান্য বিষয়ের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত বিষয়ে কোয়াডের কর্মকাণ্ডের কথা বলা হয়েছে।