পাকিস্তান সরকার আগামী আগস্ট থেকে দেশটিতে একক জাতীয় পাঠ্যক্রম চালু করতে যাচ্ছে। মূলত, প্রাথমিক পর্যায় দিয়ে এ কার্যক্রম শুরু হবে। আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য আগামী বছর এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য এমন পাঠ্যক্রম চালু হবে ২০২৩ সালে। গতকাল মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের অন্যতম নির্বাচনী ইশতেহার ছিল দেশটিতে অভিন্ন পাঠ্যক্রম চালু করা। সে লক্ষ্য বাস্তবায়নে গত বছর থেকে দেশটির শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ কাজ শুরু করেন।