নওগাঁয় মান্দা ও মহাদেবপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ঘড়বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার মান্দা ও মহাদেবপুর উপজেলার ওপর দিয়ে সোমবার গভীর রাতে এ কালবৈশাখী ঝড় বয়ে যায়।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুল ওয়াদুদ জানান, ঝড়ে মান্দা উপজেলার ১৩৮ হেক্টর পাট, ৩০ হেক্টর তিল, নিয়াতপুরে ১১০ হেক্টর বোরো ধান এবং মহাদেবপুর উপজেলায় ১০ হেক্টর বোরো ধান, ৫ হেক্টর পাট ও ৫ হেক্টর মরিচ ক্ষতিগ্রস্থ হয়েছে।