বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দেওয়ার সিদ্ধান্ত চরম অমানবিক। অসুস্থ বেগম জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। এটা দেশের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। আমি মনে করি, সরকারের বোধদয় হবে। অবিলম্বে অসুস্থ বেগম জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ যাওয়ার অনুমতি দিন। নইলে এই জাতি কোনো দিনই আপনাদের ক্ষমা করবে না।