এক টাকায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বপ্নচূড়া ফাউন্ডেশন। ‘হ্যাপিনেস ফর ঈদ’র মাধ্যমে এক টাকায় ঈদ সামগ্রী পেয়েছে ২৬ পরিবার। মাত্র এক টাকায় কিনেছেন ছয় রকমের পণ্য।
মঙ্গলবার (১১ মে) কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি সোহেল আরাফাতসহ সংগঠনের সদস্যরা।