তারা সাধারণত নাচ করেন৷ কয়েক যুগ ধরে তাদের নাচ মুগ্ধতা ছড়িয়েছে দর্শকের মনে। বিশেষ করে বিটিভির সোনালি দিনে শিবলী মহম্মদ আর শামীম আর নিপার নাচ ছাড়া ম্যাগাজিন অনুষ্ঠানগুলো যেন জমতোই না।
তবে সেই বিটিভিতে এবার দুজনে হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। নাচের দুই কিংবদন্তী এবার গান গাইবেন।