মুনিয়া কি আত্মহত্যা করলো না তাকে হত্যা করা হলো এ নিয়ে চলছে দেশজুড়ে আলোচনা। বিচার দাবি করছে মুক্তিযোদ্ধা মঞ্চ। শাহবাগে প্রতিবাদ বিক্ষোভ করছে বিভিন্ন নারী সংগঠন। মুনিয়া একজন মুক্তিযোদ্ধার সন্তান। গুলশানের একটি লক্ষ টাকার ফ্ল্যাটে তার লাশ পাওয়া গেছে। মেয়েটি কেন এই বিলাসী ফ্ল্যাটে একা থাকতো? তার বাবা একজন মুক্তিযোদ্ধা। পাকিস্তানী নারী নির্যাতনকারী, অত্যাচারী শোষক শাসক গোষ্ঠীর বিরুদ্ধেই সোচ্চার ছিলেন বাবা। মুক্তিযোদ্ধা মারা গেছেন। কে হচ্ছেন তার সম্মানী ভাতার দাবিদার, নিশ্চয়ই তার সন্তানরা। কিন্তু কী দেখছি আমরা। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বাবার আদর্শিক চেতনার ন্যূনতম কোন বোধও নেই তাদের।দেশের মানুষ মুনিয়ার মৃত্যুর বিচার দাবি করছে। মৃত্যুর আগে মুনিয়ার সাথে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। যাতে একজন আনভীরকে অশ্লীল ভাষায় গালি দিতে শোনা গেল। কন্যাটিও কেনইবা গেলো একজন শিল্পপতির কাছে? অসম অবস্থানের কারণে এই সম্পর্কের পণিতিও ভালো হলো না। হেফাজত নেতা মামুনুল হকের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্নাও একজন মুক্তিযোদ্ধার সন্তান। তিনি স্বামী শহীদুলকে ছেড়ে মামুনুলের কাছে গিয়েছিলেন। এখন ঝর্না মামুনুলের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের মামলা করলেন।