রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সোবহান জীবনের অনেকটা সময় কাটিয়েছেন শিক্ষার বিস্তারের জন্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে।
কিন্তু যখন তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন, তখন তিনি তার সমস্ত আদর্শ থেকে পিছু হটতে শুরু করলেন।
নিজ আদর্শ থেকে বিচ্যুত এই উপাচার্যের পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে, গত বৃহস্পতিবার, তার দ্বিতীয় মেয়াদের শেষ দিনে, তার অপকর্মের বিরুদ্ধে ক্যাম্পাসে যখন অস্থিতিশীল পরিবেশের তৈরি হয়, তখন পুলিশি পাহারায় তার ক্যাম্পাস ছাড়ার প্রয়োজন পড়ে।
অফিসে মেয়াদের শেষ দিনে সদ্য সাবেক এই উপাচার্য সরকারি নির্দেশনা উপেক্ষা করে, নিয়োগের সব শর্ত ভঙ্গ করে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী পদে মোট ১৩৭ জনকে নিয়োগ দিয়ে যান।