এবারের ঈদে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তাঁর ভক্তদের নতুন গান উপহার দিচ্ছেন। গানের নাম ‘নুনের ছিটা’। ওমর ফারুকের কাব্যমালায় সুরারোপ করেছেন প্রিন্স রুবেল আর সংগীতায়োজন করেছেন তরিক। গানের ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। এতে মডেল হিসেবে দেখা যাবে তারেক জামান ও সাবরিনা কানিজ সুখীকে। ভিডিওতে আসিফ আকবর থাকছেন নতুন লুকে।
গানটি প্রসঙ্গে আসিফ আকবরের ভাষ্য, নতুন গান ‘নুনের ছিটা’ প্রেমিক হৃদয়ের প্রতিবাদে ভরা। প্রেয়সী ব্যথা দিয়ে চলে যাওয়ার পর কোনো প্রেমিক ভেঙে পড়ে আবার কোনো প্রেমিক প্রতিবাদী হয়। প্রতিবাদ মানে এই নয় যে প্রেয়সীর জীবন নষ্ট করা। প্রতিবাদ মানে নিজে ঘুরে দাঁড়ানো। ‘নুনের ছিটা’ গানে সেই পুরোনো ক্রেজি আসিফ আকবরকে খুঁজে পাবেন আসিফিয়ানরা।