সুন্দরবনে আগুন লেগেছে এবং সহজে আগুন নেভানো যাচ্ছে না- বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুটো খবর পড়ে চিন্তিত হলাম। আগুন নেভাতে চার-পাঁচ দিন লেগে যাচ্ছে। সুন্দরবনের বাইরে থেকে 'ফায়ার ব্রিগেড' টিম নিয়ে আসতে হচ্ছে। স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে, সুন্দরবনের মধ্যে দমকলের কোনো কেন্দ্র নেই। তাহলে এখন দুটি প্রশ্ন করতে হয়। প্রথমত, আগুন কেন লাগল অথবা কীভাবে আগুন লাগতে পারে। দ্বিতীয়টি হলো, কীভাবে আগুন নেভানো যাবে এবং কে আগুন নেভানোর দায়িত্ব নেবে। আসুন এ প্রশ্ন দুটির উত্তর খুঁজি।