এমনিতেই আমাদের দেশে বনভূমি এবং গাছ প্রয়োজনের তুলনায় অনেক কম। যেটুকু যা আছে, সেটুকুও সাবাড় করার আয়োজন চলছে চারদিকে। ১৯২৭ সালে বন আইন সংস্কারের সময় বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে বনভূমির পরিমাণ ছিল মোট আয়তনের ২০ শতাংশ। বর্তমানে তা কমে ছয় শতাংশে নেমে এসেছে। এ পরিসংখ্যানও প্রশ্নাতীত নয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সুন্দরবন ছাড়া সত্যিকারের বন বলতে যা কিছু অবশিষ্ট আছে তা ছিটেফোঁটা মাত্র। সবচেয়ে শোচনীয় অবস্থা রাজধানী ঢাকা শহরের। এখানে যে বিপুল জনগোষ্ঠীর বসবাস, সে তুলনায় সবুজের পরিমাণ খুবই কম।