করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানছেন না বাস মালিক ও শ্রমিকরা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাতে রাস্তায় দূরপাল্লার বাস চালানো হচ্ছে।
বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা সূত্র জানায়, শনিবার (৮ মে) সকাল ৬টা থেকে রোববার (৯ মে) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ হাজার যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে। এর মধ্যে ৫০০ যাত্রীবাহী দূরপাল্লার বাস রয়েছে। এসময় মোট এক কোটি ৮৮ লাখ টাকা টোল আদায় হয়েছে।