মহামারীতে আফ্রিকার অনেকগুলো দেশে কোভিড-১৯ টিকার জন্য যখন হাহাকারের চলছে, তখন কয়েকটি দেশে অনুদান হিসেবে পাওয়া বিপুল পরিমাণ টিকা পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
কয়েকটি দেশে এখনও মেয়াদোত্তীর্ণ না হলেও ব্যবহার করতে না পারা বিপুল পরিমাণ টিকা মহাদেশের অন্য দেশে পাঠানো হচ্ছে।
মহামারী থেকে বাঁচতে বিশ্বজুড়ে টিকার তীব্র সঙ্কটের মধ্যে টিকার এই অপচয়ের কারণ অনুসন্ধান করেছে বিবিসি।