প্রত্যেক দিনই করোনা আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড গড়ছে ভারত। এই অবস্থায় টিকাকরণ নিয়ে দেশে হাহাকার দেখা গিয়েছে! কেউ রেজিস্ট্রেশনের সময় স্লট পাচ্ছেন না, আবার স্লট পাওয়ার পরেও কাউকে শুনতে হচ্ছে ভ্যাকসিন শেষ। যদিও সমস্যা এখানেই শেষ হচ্ছে না। এই কঠিন পরিস্থিতিতেও কিছু মানুষ নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সম্প্রতি ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশনের একটি ভুয়ো SMS ছড়িয়ে পড়েছে। সেই লিঙ্কে ক্লিক করলে CoWin পোর্টালের পরিবর্তে একটি ম্যালিশস ওয়েবসাইট খুলে যাচ্ছে, যা নিয়ে ইউজারেরা উদ্বেগ প্রকাশ করেছেন।