হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আগত এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক শূন্য ২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর পৌনে ১টার দিকে যাত্রীর সঙ্গে থাকা প্রেশার কুকার ও চার্জার লাইট তল্লাশি করে স্বর্ণগুলো পাওয়া যায়।
কাস্টম হাউজ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। আনুমানিক দুপুর ১২ টা ৫০ মিনিটে সৌদি আরব থেকে এসভি ৩৫৮০ নম্বর ফ্লাইটে আসা যাত্রী বাহার মিয়া গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার সাথে থাকা ব্যাগেজে কোন স্বর্ণবার বা স্বর্ণালংকার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন।