আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের হোক। কিন্তু আমরা উপাচার্য পাই আবদুস সোবহানদের মত। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞান বিজ্ঞান গবেষণায় সেন্টার অব এক্সসিলেন্ট হোক। কিন্তু আমাদের ক্যাম্পাস সমূহে পুলিশ ডেকে জীবন বাঁচাতে হয়।
গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে দৃশ্য দেখা গেল এরপরও এটিকে শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় কিনা, পুলিশ পাহারায় ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়া উপাচার্যকে শিক্ষক বলা যায় কিনা, যাবার প্রাক্কালে নিয়োগের ওপর সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৪১ জনকে নিয়োগ দেওয়া এবং সেটাকে কেন্দ্র করে মারপিট হওয়াকেও ক্যাম্পাস সংস্কৃতি বলা যায় কিনা – সে নিয়ে অনেক কথা বলা যাবে।