প্রাচীনকাল থেকেই মানুষ নিজেকে সজ্জিত করতে বিভিন্ন ধরনের গয়না ব্যবহার করে আসছে। যুগে যুগে গয়নার গঠন, গড়ন, উপাদান ও ব্যবহারে এসেছে নানা পরিবর্তন। গয়না তৈরির জন্য মানুষ এখন কেবল সোনা, রুপা বা দামি পাথরের শরণাপন্নই হয় না; বরং নানা ধাতু, পুঁতি, কাঠ, রঙিন সুতা, মাটি, এমনকি নারকেলের খোল, শামুক–ঝিনুক, ঘাস ইত্যাদি উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে গয়না তৈরিতে। এমনকি গয়না তৈরির ক্ষেত্রটা আজকাল বেশ নিরীক্ষাধর্মী হয়ে উঠেছে। এ ক্ষেত্রে দারুণ মুনশিয়ানা দেখিয়ে সৃজনশীল গয়না তৈরির প্রক্রিয়া অব্যাহত রেখেছেন আমাদের দেশের জুয়েলারি ডিজাইনাররা। তেমনই দুটি সৃজনসাফল্যের গল্প শেয়ার করা হলো।