হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এদিকে সারাদেশে প্রায় এক-তৃতীয়াংশ ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদফতর।
সংশ্লিষ্টরা বলছেন, হিটশকে ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনে তেমন কোনো প্রভাব পড়েনি। অন্যদিকে ভালো ফলন পাওয়ায় কৃষকরা খুশি। এবার ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ৮০০ থেকে ৯৫০ টাকা মণ দরে ধান বিক্রির তথ্য পাওয়া গেছে।