বৈশ্বিক মহামারি করোনাদুর্যোগ শুধু যে সামাজিক দূরত্বই বাড়িয়েছে, তা নয়; অনেক ক্ষেত্রে মানসিক দূরত্বও বাড়িয়েছে। এই দুর্যোগ নানাদিকে স্থবিরতা সৃষ্টি করেছে। রাজনীতিও এর বাইরে নয়। তবে আমাদের দেশে এরই মধ্যে রাজনীতির কিছু চিত্র ফের প্রশ্ন তুলেছে। আমাদের রাজনীতির যেমন অর্জন আছে অনেক; একই সঙ্গে স্বাধীন-সার্বভৌম দেশে অনেক অর্জনের বিসর্জনও ঘটেছে। হীনস্বার্থবাদীরা রাজনীতির নামে অপরাজনীতির বিস্তার ঘটিয়েছেন। ধর্মাশ্রয়ী রাজনীতির আপদ-বিপদ দুই-ই আমরা দেখেছি। স্বাধীনতার আগে; স্বাধীনতার পরেও দেখেছি, যা ছিল একেবারেই অনাকাঙ্ক্ষিত-অনভিপ্রেত।