হাতীবান্ধায় ব্যাংকের ভেতর থেকে শিক্ষিকার টাকা ছিনতাই

মানবজমিন প্রকাশিত: ০৭ মে ২০২১, ০০:০০

লালমনিরহাটের হাতীবান্ধায় নাজমা আক্তার নামে এক শিক্ষিকার ব্যাংক থেকে উত্তোলনের ৪০ হাজার টাকা ব্যাংকের ভেতরেই ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ম্যানেজারকে জানাতে গেলে উল্টো ওই শিক্ষিকাকেই জোরপূর্বক ব্যাংক থেকে বের করে দেয়া হয়। গতকাল সকাল ১১টার দিকে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ভেতরে ক্যাশ কাউন্টারের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী উপজেলার গোতামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। জানা গেছে, গতকাল সকালে হাতীবান্ধা সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান নাজমা আক্তার। ৪০ হাজার টাকা উত্তোলনও করেন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নাজমা আক্তারকে টাকাগুলো গুনে নিতে বলেন। উত্তরে নাজমা আক্তার বলেন, গুনতে হবে না। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি নাজমা আক্তারের হাত থেকে জোরপূর্বক টাকা নিয়ে সট্‌কে পড়েন। এতে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি এবং চিৎকার করার শক্তি হারিয়ে ফেলেন। এ বিষয়ে শিক্ষিকা নাজমা আক্তারের কাছে জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি যখনই টাকা উত্তোলন করলাম, তখনই ওই ব্যক্তি বললো টাকাটি গুনে নেন। আমি বললাম গুনতে হবে না। তারপর উনি আবার বললো ছেঁড়া আছে কিনা দেখেন। আমি তাতেও রাজি হইনি। কিন্ত উনি জোর করে টাকাটা হাত থেকে নিলেন এবং নিমিষেই চলে গেলেন। আমি দ্রুত ম্যানেজারকে  বিষয়টি অবগত করি। এ বিষয়ে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান রাজু বলেন, ওই মহিলা নিজেই ওই লোককে টাকা দিয়েছে। এখানে আমাদের কোনো করণীয় নেই। ব্যাংকের সিসি ক্যামেরা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে কোনো সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার বলা হয়েছে। এখনো কোনো ব্যবস্থা নেননি তারা। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us