নাটোরের সিংড়ায় বাবার সঙ্গে অভিমান করে নুসরাত জাহান তৃপ্তি (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (৫ মে) দুপুরে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুসরাত জাহান তৃপ্তি সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজে থেকে এবছর উচ্চ মাধ্যমিক পাশ করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, নুসরাত জাহান তৃপ্তি ঈদে কেনাকাটার জন্য উপবৃত্তির কিছু টাকা জমিয়েছিল। অভাবের কারণে সংসারের প্রয়োজনে বাবা আওলাদ হোসেন ওই টাকা চান। কিন্তু তৃপ্তি সে টাকা দিতে অস্বীকার করলে বাবা মেয়ের ঝগড়া হয়। একপর্যায়ে বাবা আওলাদ হোসেন মেয়েকে মারধর করে কাজে চলে যান। পরে প্রতিবেশীরা নুসরাত জাহানের শোবার ঘরে ভেন্টিলেটর দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।