বাংলার মুখ্যমন্ত্রী মমতা, কেমন হল শপথ অনুষ্ঠান?

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ মে ২০২১, ১২:৪৯

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজভবনে একেবারে অনাড়ম্বর অনুষ্ঠানে তৃতীয়বারের মতো বাংলার দায়িত্ব কাঁধে তুলে নিলেন মমতা। মমতাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। মমতার শপথ অনুষ্ঠানে ৫০ জন আমন্ত্রিত ছিলেন। শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। আমন্ত্রিত থাকলেও মুখ্যমন্ত্রী মমতার শপথ অনুষ্ঠানে যোগ দেননি BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার শপথ অনুষ্ঠান সাদামাটা ভাবেই করা হবে বলে আগেই জানিয়েছিলেন মমতা। পরিস্থিতি ঠিক হলে পরে ব্রিগেড ময়দানে জয় উদযাপন করার কথা বলেছেন তিনি। একুশের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের বাংলায় সরকার গড়়ল তৃণমূল কংগ্রেস। যার মূল কাণ্ডারী মমতাই। যদিও নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে হেরে গিয়েছেন মমতা। বাংলায় এই প্রথম এমনটা হল। যেখানে দল জিতল, অথচ মুখ্যমন্ত্রী হেরে গেলেন। এক্ষেত্রে আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনে লড়ে জিততে হবে মমতাকে। রাজভবনে শপথ অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী বলেন, তাঁর প্রথম কাজ হবে কোভিড মোকাবিলা করা। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us