বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স না নিয়ে সেমাই তৈরি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ও ডিএমপির সহযোগিতায় ঢাকা মহানগরের কামরাঙ্গীরচর এলাকায় ভাই ভাই ফুড প্রোডাক্টস এবং সম্পা ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।