প্রবল ঢেউয়ের কারণে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোতে অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকা ভেঙে গিয়ে অন্তত চারজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৪ জন।
রোববার (২ মে) অন্তত ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ৪০ ফুট দীর্ঘ একটি নৌকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করে। এ সময় সান ডিয়াগোর লোমা পয়েন্টে বাতাস ও প্রবল ঢেউয়ের কারণে গতিপথ হারিয়ে ফেলে নৌকাটি। এতে অসমতল জায়গায় ধাক্কা লেগে জলযানটি পুরোপুরি ভেঙে যায়।