টাঙ্গাইলের ঘাটাইলে গরীব অসহায় দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সোমবার (৩ মে) দুপুরে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উদ্যাগে উপজেলার সন্ধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শতাধিক পরিবারের মধ্যে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, সাবান, নগদ টাকা এবং মাস্ক বিতরণ করা হয়।