মুক্তি মিলবে বিজ্ঞানে, অন্য কিছুতে নয়

যুগান্তর আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ০৩ মে ২০২১, ১২:২৩

অনেক বড় বড় পণ্ডিতের ভবিষ্যদ্বাণী হলো, মানুষ নিজেই তার ধ্বংস ডেকে আনবে। কথাটা যে সঠিক, তা প্রমাণ করছে সাম্প্রতিক মহাধ্বংসযজ্ঞ করোনা মহামারি। এখন পর্যন্ত সঠিকভাবে প্রমাণিত হয়নি করোনার উৎপত্তি কোথা থেকে। চীনের উহান প্রদেশের বাদুড় বা বানরজাতীয় কোনো প্রাণী থেকে, না কোনো গবেষণাগার থেকে। মানুষের দুর্বুদ্ধি থেকে যদি এ বিষাক্ত রোগজীবাণুর বিস্তার ঘটে থাকে, তাহলে বলতে হবে, রোগজীবাণু নিয়ে গবেষণার নামে মানুষ নিজেই তার এ ধ্বংসের বীজ বপন করেছে। আর প্রকৃতি থেকে এ রোগজীবাণু ছড়িয়ে থাকলে বলতে হবে, ম্যালথাসের থিওরিই সঠিক। মানুষের জন্ম অসম্ভবভাবে বৃদ্ধির দরুন প্রকৃতি যখন সেই ভার আর বহন করতে পারে না, তখন প্রকৃতি নিজেই ঝড়, প্লাবন, দুর্ভিক্ষ, মহামারি সৃষ্টি করে মানুষের এ সংখ্যা কমায়। প্রকৃতি তার পিঠের বোঝা হ্রাস করে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us