কেরালায় প্রায় চার দশকের রেকর্ড ভাঙল বামরা

প্রথম আলো প্রকাশিত: ০৩ মে ২০২১, ০৪:১০

ভারতের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালায় এত দিন বাম দল ও কংগ্রেসের মধ্যে ক্ষমতার পালাবদল দেখা গেছে। এক নির্বাচনে কংগ্রেস জয় পেলে, পরের নির্বাচন জিতে বাম দল ক্ষমতায় গেছে। এবারের বিধানসভা নির্বাচনে সেই রীতি ভেঙেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। তাঁর হাত ধরে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) টানা দুই মেয়াদে সরকার গড়তে যাচ্ছে এ রাজ্যে। ১৯৮২ সালের পর কেরালায় একই দলের পরপর দুই মেয়াদে নির্বাচনে জয়ের ঘটনা এটাই প্রথম।


এনডিটিভির খবরে বলা হয়েছে, এবারের নির্বাচনে কেরালা বিধানসভার ১৪০ আসনের মধ্যে বাম শিবির ৯৬টি আসনে জয় পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য এ রাজ্যে ৭১টি আসনে জয় পেলেই চলত। কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) জয় পেয়েছে ৪৩টি আসনে। বাকি একটি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। কেরালায় কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি ভোটের খাতায় কার্যত শূন্য পেয়েছে। একটি আসনেও জিততে পারেনি দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us