এপ্রিলে গরমের দাপট ছিল বেশি। মে মাসেও তাপপ্রবাহ থেকে একেবারে মুক্তি মিলছে না, সঙ্গে ঝড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়ের শঙ্কাও যোগ হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এতে মে মাসে স্বাভাবিকের চাইতে কিছুটা কম বৃষ্টিপাতের শঙ্কাও প্রকাশ করা হয়েছে।