দেশে ফিরছি দিনকয়েকের মধ্যে, টুইটে জানালেন সেরাম কর্তা, দেখা করলেন ব্রিটেনের অংশীদারদের সঙ্গে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০২ মে ২০২১, ১২:২১

লন্ডনে থেকে যাচ্ছেন না। দেশে ফিরে আসছেন। কয়েক দিনের মধ্যেই।


শনিবার মধ্যরাতে টুইট করে এ কথা জানিয়েছেন দেশের টিকা প্রস্তুতকারক সংস্থা পুণের সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুণাওয়ালা। টুইটে আদার লিখেছেন, ‘ব্রিটেনে আমাদের সহযোগী ও অংশীদারদের সঙ্গে খুব সফল বৈঠক হয়েছে। এটাও জানিয়ে রাখি, পুণেতে কোভিশিল্ড উৎপাদন চলছে পূর্ণোদ্যমে। যাতে তার গতি আরও বাড়ে, কয়েক দিনের মধ্যে দেশে ফিরেই তার উপর নজর রাখব’। যাদের সঙ্গে করোনার টিকা তৈরি করেছেন, সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ ফার্মা সংস্থা অ্যান্ট্রা জেনেকার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us