রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বার্ষিক ভাষণ হুমকি-ধমকিতে ভরা। মনে হয় তিনি যেন নিজেকেই আশ্বস্ত করতে চান। তিনি পশ্চিমাদের শুধু সীমা লঙ্ঘন করতেই নিষেধ করেননি, এ ঘোষণাও করেছেন যে সীমাটাও ঠিক করে দেবেন তিনিই। ভাবখানা এমন যেন রাজনীতিবিদ নন, বরাবরই তিনি একজন স্রষ্টা, অতীতে সীমা–পরিসীমা সব তিনিই নির্ধারণ করেছেন। পশ্চিম নয়, মনে হচ্ছে যেন নিজের সঙ্গেই শক্তি পরীক্ষার লড়াইয়ে নেমেছেন তিনি।