বিধিনিষেধ জারির পর ধূপগুড়িতে জনশূন্য রাস্তা, দোকানবাজারে এখনও মাস্ক পরছেন না অনেকেই

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০১ মে ২০২১, ১৭:১৭

করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের বিধিনিষেধের যথেষ্ট প্রভাব পড়ল জলপাইগুড়ির জেলার ধূপগুড়িতে। শনিবার সকাল থেকেই দেখা গেল, ধূপগুড়ির রাস্তাঘাট প্রায় জনশূন্য। সাপ্তাহিক হাটবার হওয়া সত্ত্বেও শনিবার দু’একজন ছাড়া কাউকে রাস্তায় দেখা যায়নি। অবশ্য বিক্ষিপ্ত হলেও এর ব্যতিক্রমী ছবিও চোখে পড়েছে। এখনও বহু মানুষ মাস্ক ব্যবহার করা বা করোনাবিধি পালনের বিষয়ে গুরুত্ব দিচ্ছেন না বলে প্রশাসন সূত্রে খবর।


দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি আটকাতে শুক্রবার রাত থেকে গোটা রাজ্যেই কার্যত আংশিক লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে ওষুধের দোকান ও মুদিখানাকে এর আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে। সব্জি, মাছ-মাংস এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানবাজার খোলা রাখার ক্ষেত্রে সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে প্রশাসন। এই আবহে ধূপগুড়ির অধিকাংশ জায়গায় রাজ্যের বিধিনিষেধ পালন করা হলেও দোকানবাজারে যাওয়া একাংশের মধ্যে সচেতনতার অভাব দেখা গিয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us