ছেলের হাতে খুন হতে হল বাবাকে। পারিবারিক বিবাদের জেরেই বাবাকে কুড়ুল দিয়ে আঘাত করে ছেলে। সেই আঘাতেই মৃত্যু হয়েছে বাবার। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণে বেনাপুর এলাকায় শুক্রবার রাতের ঘটেছে এই ঘটনা। খুনের খবর পেয়ে শনিবার সকালে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, কুড়ুলের আঘাতে মৃত ব্যক্তির নাম কালাচাঁদ পাতর (৬৫)। বাবাকে খুনে অভিযুক্ত ছেলের নাম বিদ্যাধর পাতর। বিদ্যাধরের স্ত্রী বলেছেন, ‘‘শ্বশুরমশাই চাষের চাল দিতে না চাওয়ায় ঝামেলা হয় আমার স্বামীর সঙ্গে।