দেশে গত জানুয়ারিতে যখন চালের দাম বাড়ছিল, তখন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের কাছে চালের মজুত পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো প্রতিবেদনে তখন বলা হয়, দেশে বেসরকারি খাতে ৫ লাখ ১৬ হাজার টন চাল ও ৭ লাখ ২৭ হাজার টন ধান রয়েছে।
খাদ্য অধিদপ্তরের চলতি মাসের প্রতিবেদনে বেসরকারি পর্যায়ে চালের মজুতের পরিমাণ প্রায় সাড়ে ৬ লাখ টন দেখানো হয়েছে। কিন্তু দেশে প্রতিবছর মার্চ-এপ্রিলে চালের মজুত কি এতটাই কমে আসে? বাজারে প্রতি মাসে প্রায় ২৫ লাখ টন চাল কেনাবেচা হয়। বেসরকারি পর্যায়ে চালের মজুত যদি ৭-৮ লাখ টন হয়, তাহলে বাকি চাল কোথা থেকে আসে, এই প্রশ্ন রয়েই যায়।