ভারতে করোনাভাইরাসে (কোভিড–১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চাপ পড়েছে মর্গ ও শ্মশানগুলোর ওপর। এর মধ্যে দিল্লির অবস্থা ভয়াবহ। শ্মশানগুলোতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের সারি। দিন-রাত কাজ করেও সব শবের দাহ শেষ করতে পারছেন না শ্মশানকর্মীরা। কোভিডে মারা যাওয়া ব্যক্তিদের দাহ করার জন্য নতুন জায়গা বের করার আহ্বান জানিয়েছেন রাজ্যের কর্মকর্তারা। খবর বিবিসির।
করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশটির স্বাস্থ্যব্যবস্থা বেশ নড়বড়ে হয়ে পড়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ভারতে এক দিনে ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগে বিশ্বে কোনো দেশে এক দিনে এত মানুষ একসঙ্গে আক্রান্ত হননি। পাশাপাশি মারা গেছেন ৩ হাজার ৪৪৩ জন। এর মধ্যে দিল্লিতেই ৪০০, যা দিল্লির জন্য রেকর্ড।