ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ অনিশ্চিত হওয়ায় সরকার নিজস্ব তহবিল থেকে স্থানীয়ভাবে কোভিড-১৯ টিকা উৎপাদনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে। মহামারি মোকাবিলায় এ বছরের বাজেটে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা থেকে ভ্যাকসিন উৎপাদনে ব্যয় করা হবে।
সরকারি এই তহবিল স্থানীয়ভাবে টিকা উৎপাদনে ডেভেলপারদের সহায়তা দিতে অথবা টিকা উদ্ভাবকদের সঙ্গে যৌথ উৎপাদনে ব্যবহার করা হবে।
সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার কারণে দেশের টিকাদান কর্মসূচিতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বাংলাদেশ অন্য উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে।