পাইকারি বাজারে কমেছে তরমুজের দাম। তবে খুচরা বাজারে এর প্রভাব নেই। ক্রেতাদের আগের মতোই বেশি দামে কেজি হিসেবে খুচরা বাজার থেকে গরম ও রমজানের কাঙ্খিত এই ফলটি কিনতে হচ্ছে। শুক্রবার (৩০ এপ্রিল) যাত্রাবাড়ী আড়তে তরমুজের পাইকারি বাজার ও আশপাশে খুচরা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
পাইকারি বাজারে সাধারণ তরমুজ শ’ (১০০টি) হিসেবে বিক্রি হয়। আড়তের ব্যবসায়ীরা জানিয়েছেন, তরমুজের সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতি একশ তরমুজে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে। কেউ বলছেন, মাঝারি সাইজের একটা তরমুজে কমপক্ষে ৫০ টাকা দাম কমেছে।