জনপ্রিয় ভারতীয় অভিনেতা, প্রযোজক ও পরিচালক ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ৩০ এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে মারা যান তিনি। দুই বছরেরও বেশি সময় ধরে বোনম্যারো ক্যানসারে ভুগেছিলেন তিনি। ১৯৫২ সালের ৪ সেপ্টেম্বর প্রখ্যাত বলিউড অভিনেতা ও পরিচালক রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ঘরে জন্ম নেন তিনি।
১৯৭০ থেকে ২০২০ সাল পর্যন্ত ৫০ বছরে ৯০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ঋষি। প্রথমবার বড় পর্দায় ছোট্ট ঋষির দেখা মেলে বলিউডের আইকনিক সিনেমা ‘শ্রী৪২০’ তে। ১৯৭০ সালে মুক্তি পায় বাবা রাজ কাপুরের পরিচালনা ও প্রযোজনায় ঋষি কাপুর অভিনীত প্রথম সিনেমা ‘মেরে নাম জোকার’।