রংপুরে বিলুপ্ত প্রজাতির একটি লক্ষ্মী প্যাঁচা উদ্ধার করা হয়েছে। ঝড়ের কবলে অসুস্থ হয়ে পড়া প্যাঁচাটিকে একঝাঁক কাক আক্রমণ করলে এক তরুণ প্যাঁচাটিকে উদ্ধার করে খাঁচায় বন্দি করে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা প্যাঁচাটিকে নিয়ে যান।
শুক্রবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে বন্য প্রাণি ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা স্মৃতি সিংহ রায় বলেন, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে রংপুর ধাপ ইঞ্জিনিয়ারপাড়ায় বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধারের খবর পেয়ে বন বিভাগের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হই। পরে অসুস্থ প্যাঁচাটি বন বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে প্যাঁচাটির চিকিৎসা চলছে।