কৃষি সমৃদ্ধ জেলা নওগাঁর রাণীনগরে প্রান্তিক জনপদের এক কৃষক ধান চাষের পাশাপাশি প্রথম বারের মতো মাচা ও জালি পদ্ধুতিতে পরীক্ষামূলকভাবে হলুদ তরমুজের চাষ শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় দুই মাস বয়সের মধ্যে স্থানীয় কৃষি অফিসের পরামর্শ ও নিবিড় পরিচর্যার কারণে গাছের ডগায় ডগায় হলুদ তরমুজ ঝুলছে।
সপ্তাহ খানেকের মধ্যে এসব তরমুজ বাজারজাত করা যাবে বলে আশা করছেন কৃষক মোস্তাফিজুর রহমান। অল্প সময়ের মধ্যে ভালো ফলন ও দাম বেশি পাওয়ার আশায় প্রথম দফায় লাভের স্বপ্ন দেখছেন তিনি। বর্তমান বাজারে এই জাতের তরমুজ ৮০ থেকে ১০০টাকা কেজি দরে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।