ভিন্নরকম এক মেহমানখানার গল্প শোনাবো আপনাদের। যে মেহমানখানায় অতিথিরা আসেন রমজানের প্রতিদিনই। তাও আবার এক দুজন নয়,হাজারেরও বেশী। আপ্যায়নেরও কোন কমতি থাকেনা। সময়মতোই তাদের কাছে ইফতার পৌছে যায় পরম যত্ন নিয়ে। মহামারীর সময় রাজধানীর লালমাটিয়ার এমন মেহমানখানা তৈরি করেছে মানবতার অনন্য উদাহরণ। এমন আয়োজনের গল্প শোনাচ্ছেন ভাস্কর ভাদুড়ী,আর ছবি তুলেছেন মেহেদী মিরাজ।