জমে উঠেছে এবারের স্প্যানিশ লা লিগা। টুর্নামেন্টের ৩৩ রাউন্ড শেষেও শিরোপার দৌড়ে রয়েছে শীর্ষ চার দল। তবে একের পর এক ড্র আর পরাজয়ে বার্সেলোনার রাস্তা পরিষ্কার করে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। কিন্তু তা কাজে লাগাতে পারল না কাতালান ক্লাবটি।
বৃহস্পতিবার রাতে গ্রানাডাকে যেকোনো ব্যবধানে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত রোনাল্ড কোম্যানের শিষ্যরা। সেই কথা মাথায় রেখে প্রথমে গোল করে লিডও নিয়েছিল তারা। কিন্তু শেষমেশ আর তা ধরে রাখতে পারেনি। দুই গোল হজম করে ম্যাচ হেরেছে ১-২ ব্যবধানে।