#ResignModi পোস্ট কেন উধাও? 'ভুল হয়েছে, কেন্দ্রের কোনও নির্দেশ নেই', Facebook-এর সাফাই

এইসময় (ভারত) প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১, ১৩:১৭

দেশের করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে Facebook-এ ট্রেন্ডিং হয়ে ওঠে #ResignModi হ্যাশট্যাগে একাধিক পোস্ট। বুধবার সন্ধের পর থেকেই এই একই হ্যাশট্যাগে মুখরিত হতে দেখা যায় Facebook। কিন্তু দিকে দিকে ইউজারদের অভিযোগ, সেই #ResignModi হ্যাশট্যাগের Facebook পোস্টগুলি কিছুক্ষণের মধ্যেই গায়েব হয়ে যায়। অর্থাৎ Facebook-এর তরফে #ResignModi হ্যাশট্যাগের পোস্টগুলি ব্যান করা হয়েছে, এমনই অভিযোগ করেন ইউজারেরা। আর তারপরই কার্যত উত্তাল হয়ে ওঠে Facebook। প্রতিবাদ করতে থাকেন ইউজারেরা।

সেই প্রতিবাদ আরও জোরালো হতেই Facebook-এর তরফে ব্যান তুলে নেওয়া হয় এবং দাবি করা হয়, 'এগুলি ভুলবশত হয়ে গিয়েছে।' পাশাপাশিই Facebook-এর তরফে সাফাই গেয়ে জানানো হয়, ভারত সরকারের নির্দেশে তারা এমনটা করেনি। পুরোটাই একটা ভুল বোঝাবুঝি থেকে হয়ে বলে আরও দাবি মার্ক জ়াকারবার্গের এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের। তবে শুধু যে Facebbok-এই ব্যবহারকারীরা #ResignModi হ্যাশট্যাগে একগুচ্ছ পোস্ট করেছেন, এমনটা নয়। পাল্লা দিয়ে Twitter-এও চলতে থাকে এই একই হ্যাশট্যাগে একাধিক পোস্ট। কিন্তু, Twitter-এ পোস্টগুলির এমনতর গায়েব হয়ে যাওয়ার ছবি নজরে আসেনি বলেই জানিয়েছেন ইউজারেরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us