মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) এখন দ্বিতীয় ঢেউ চলছে। এতে মৃত্যুর পাশাপাশি বেড়েছে আক্রান্তের সংখ্যাও। এ পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড সরকারি ১৩টি হাসপাতালে মোট ২৪৭টি আইসিইউ বেডের মধ্যে ৫৬টি খালি রয়েছে।
সরকারি এক তথ্য বিবরণীতে বুধবার রাতে আরো জানানো হয়েছে, অনেক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে চলে যাওয়ায় এখন উল্লিখিত শয্যা খালি রয়েছে।