ভারতে ত্রুটিপূর্ণ পরিকল্পনার জন্য করোনার প্রতিষেধক দানের সমগ্র প্রক্রিয়াটাই ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এতদিন ধরে করোনার প্রতিষেধক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দফায় দেওয়া হচ্ছিল যথাক্রমে স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত লোকেদের, তার পরে ষাটোর্ধ্ব মানুষদের ও ৪৫ থেকে ৬০ বছর, কিন্তু অসুস্থদের এবং তারও পরে ৪৫ বছরের বেশি সকলের। এখন সরকার ঘোষণা করেছে, পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের প্রত্যেককে করোনার প্রতিষেধক দেওয়া হবে। তার জন্য আজ বুধবার আঠাশে এপ্রিল বেলা চারটে থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে।