যার কেউ নেই, তার সোনু সুদ আছে!
সোনু সুদের দেওয়ালে পোস্ট হওয়া ৪৮ সেকেন্ডের একটি ভিডিয়ো বলছে তেমনটাই।
সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে সোনুর মোবাইল ফোনের স্ক্রিন। সেখানে দিন এবং তারিখ স্পষ্ট। বুধবার, ২৮ এপ্রিল। কোভিড সংক্রান্ত সাহায্য চেয়ে অভিনেতার কাছে আসছে একের পর এক ফোন, মেসেজ। অবিরত বেজে চলছে রিংটোন। মেসেজ বক্স উপচে পড়ছে মানুষের আর্তিতে। মুহূর্তেই জমা হচ্ছে অসংখ্য অনুরোধ।