পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্যই হয়ে উঠেছে প্রধান চালিকাশক্তি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনায় তৈরি ‘‘বৈঠক’’ প্ল্যাটফর্মটি বাংলাদেশের সফটওয়্যার শিল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’
বুধবার ( ২৮ এপ্রিল) তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ভিডিও কনফারেন্স প্লাটফর্ম ‘বৈঠক’-এর বেটা সংস্করণ পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।