২০০৫ সালে লাইফ হো তো অ্যাইসি সিনেমায় একটা ছোট্ট চরিত্রের মাধ্যমে বড় পর্দার খাতা খুলেছিলেন বলিউড তারকা রাধিকা আপ্তে। অর্থনীতি ও গণিতে স্নাতক এই তারকা সব সময় অভিনেত্রী হতে চেয়েছিলেন। এখন তিনি ভারতের গুণী ও ব্যস্ত অভিনেত্রীদের একজন। গত বছর লকডাউনে তিনি কাটিয়েছিলেন জীবনসঙ্গী বেনেডিক্ট টেইলরের সঙ্গে, যুক্তরাজ্যের লন্ডনে। আর এবার তিনি ভারতের মুম্বাইয়ে, নিজের বাড়িতে।
মহামারিকালে বলিউড তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অন্যদের সচেতন করতে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করে মহামারি পরিস্থিতিতে সবাইকে সতর্ক করেছেন রাধিকা আপ্তে নিজেও। বলেছেন, ‘ঘরে থাকুন। শপিং না করলে মারা যাবেন না। করলে মারা যেতে পারেন। পুরোনো যা কিছু আছে, সেসব দিয়েই চালিয়ে নিন। এখন আমরা জীবন আর মৃত্যুর সরু এক পথ ধরে হাঁটছি।’