স্বাধীনতার ৫০ বছরে সংস্কৃতি অঙ্গনের অন্যতম প্রাপ্তি মঞ্চনাটক। স্বাধীনতার পর একঝাঁক তরুণের হাতে গড়ে ওঠে বাংলাদেশের মঞ্চাঙ্গন। ৫০ বছর পর দেশের চলচ্চিত্র, সংগীত, নৃত্যসহ অন্যান্য মাধ্যমের পাশাপাশি সংস্কৃতিতে অবদান রেখে যাচ্ছে এই মাধ্যমটি।
সম্প্রতি এ অঙ্গনের কর্মকাণ্ডের অতীতে দৃষ্টি ফেরাতে বাছাই করা হয়েছে ৫০ বছরের নন্দিত ৫০ নাটক। ১০০ নাটকের একটি তালিকা থেকে ৭৮ জন নির্বাচক এ নাটকগুলো বাছাই করেছেন। তরুণ ও জ্যেষ্ঠ এ নির্বাচকদের মধ্যে ছিলেন রামেন্দু মজুমদার, প্রয়াত মান্নান হীরা, মফিদুল হক, নাসির উদ্দিন ইউসুফ, আব্দুল্লাহেল মাহমুদ, বিপ্লব বালা, ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, রাহমান চৌধুরী, মোহাম্মদ বারী, গোলাম সারোয়ার, মাসুম রেজা প্রমুখ।